db-14292ষ্টাফ রিপোর্টার :: জামায়াত শিবির সমর্থিত ফেসবুক পেইজ বাঁশের কেল্লার প্রধান সমন্বয়ক জিয়াউদ্দিন ফাহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার সকালে মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ পেজ থেকে সশস্ত্রবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কানি দেযা হতো বলে জানান তিনি। জিয়াউদ্দিন ফাহাদ ছদ্মনামে বাঁশের কেল্লাসহ প্রায় অর্ধশতাধিক পেইজ পরিচালনা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে ফাহাদ আরো জানায়, ইসলামি ছাত্র শিবির তাকে আইটি বিভাগের প্রধান প্রচার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয়া হয়। কুমিল্লা থেকে আটককৃত ফাহাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালিতে। কিছুদিন আগে বাঁশখালিতে যে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া গেছে ফাহাদ ঐ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে।

ডিএমপি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনাল সম্পর্কে অবমাননাকর উক্তি ও পুলিশ বাহিনীতে উস্কানি প্রদান করে আসছিল তারা। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। ‘

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here