ডেস্ক রিপোর্ট:: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক কিশোরের। ভারতের সিউড়ি দুই নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলের ক্ষতিপুর গ্রামে রোববার (১৬ মে) এ ঘটনা ঘটে। কীভাবে ওই এলাকায় বোমা এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রামে ঢোকার মুখে ক্যানেলের পাড়ের একটি পরিত্যক্ত ঘর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ভেতরে গিয়ে দেখেন শেখ নাসিরুদ্দিন নামে এক কিশোর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে সুলতানপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল নাসিরুদ্দিন। একাই খালের পাড়ে খেলছিল। কীভাবে বোমা ফাটল সে বিষয়ে কোনও তথ্যই নেই তাদের কাছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বল ভেবে খেলতে যাওয়ায় বোমা ফেটে যায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ এলাকায় তল্লাশি চালায়। ওই এলাকায় আর কোথাও বোমা রয়েছে কিনা তাও তল্লাশি করে দেখছে পুলিশ। কারা, কেন, কী উদ্দেশে বোমা রেখে গিয়েছিল, তাও জানার চেষ্টা করছে জেলা পুলিশ কর্মকর্তারা।

তবে সন্ধ্যা পর্যন্ত পাড়ুই থানায় কোনও অভিযোগ দেয়নি মৃতের পরিবার। তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলাম জানান, ‘আমরাও নাসিরুদ্দিনের মৃত্যুর কারণ জানতে চাই। গ্রামে গ্রামে যারা এখনও বোমা-বারুদ নিয়ে খেলতে চাইছে, তা বন্ধ হোক।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here