ডেস্ক রিপোর্ট : : নিজের ১২ বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। বিক্রি করার কারণ কী? বড় মেয়ে শ্বাসকষ্টের রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড়ের জন্যই নিজের মেয়েকে ছিন্না সুব্বাইয়া (৪৬) নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন দম্পতি।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত ছিন্না সুব্বাইয়া ওই ১২ বছরের মেয়েটিকে বিয়ে করে। যদিও একদিন পরেই নারী ও শিশু কল্যাণ দফতরের উদ্যোগে মেয়েটিকে উদ্ধার করা গেছে। শিশুটিকে জেলা শিশু স্বাস্থ্য দফতরে রাখা হয়েছে এবং তার কাউন্সেলিং করানো হচ্ছে।

পুলিশ জানায়, কোত্তুরের বাসিন্দা ওই দম্পতি প্রতিবেশী সুব্বাইয়ার কাছে টাকা চেয়েছিলেন। পরে মেয়েকে বিক্রি করার প্রতিদান হিসেবে ১০ হাজার টাকা দিতে রাজি হয় সে। যদিও ওই দম্পতি তার কাছে ২৫ হাজার টাকা চেয়েছিল।

পুলিশ জানতে পারে, বিবাদের কারণে কিছুদিন আগেই সুব্বাইয়ার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন। তার পর থেকেই ওই প্রতিবেশী ১২ বছরের মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে হয়েছিল তার। বুধবার মেয়েটিকে বিয়ে করার পর দামপুরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় সুব্বাইয়া। প্রতিবেশীরা জানতে পেরেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেন। প্রধান শিশু কল্যাণ দফতরে যোগাযোগ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here