ডেস্ক রিপোর্টঃঃ  বঙ্গোপসাগের মাছ ধরতে যাওয়ার সময় এফবি ভাই ভাই নামে একটি ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে ট্রলারে থাকা ৯ জেলে আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫-৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা সকল জেলেই বরগুনার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি জানান, রাত দেড়টার দিকে বরগুনার নলী চরকগাছিয়ার এফবি ভাই ভাই ট্রলারটি মাছ ধরতে যায়। এ সময় দস্যুরা পেছন থেকে ট্রলারটিতে হামলা করে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন। এদের মধ্যে নয়জনকে কুপিয়ে জখম করা হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, খবর পেয়ে আজ সন্ধ্যায় জেলেদের উদ্ধার করার জন্য ট্রলার পাঠাই। আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। বাকিরা একটি চরে আশ্রয় নিয়েছেন। জোয়ারে তারা পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হনেব।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here