কলাপাড়া: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সোমবার রাতে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। ১৫/১৬ জনের বন্দুকধারী একদল ডাকাত এফবি সুফা, এফবি মাসুম, এফবি সোহেলসহ চারটি ট্রলারে হানা দেয়।

এসময় জলদস্যুদের ছোড়া বন্দুকের গুলিবিদ্ধ হয়ে সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে এফবি সোহেল ট্রলারের মালিক ও মাঝি আব্দুস সালাম।

এ সময় জেলেদের অস্ত্রেরমুখে জিম্মি করে ট্রলারের ব্যাটারী, মাছ ও জাল নিয়ে গেছে ডাকাতরা। এছাড়া এফবি সোহেল ট্রলারটি অপহরণ করে নিয়ে যায়। এসময় সোহেল ট্রলারের জেলেদের বেধড়ক হাতুড়িপেটা করা হয়েছে।

তাদেরকে এফবি সুফা ট্রলারে তুলে কিনারে পাঠিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আতঙ্কগ্রসত্ম জেলেরা মহিপুরে ফিরে এ ডাকাতির ঘটনা জানায়।

এফবি সুফা ট্রলারের মালিক সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে অপহৃত ট্রলার ফেরত আনতে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছে ডাকাতদল। এ ঘটনায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিলন কর্মকার/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here