ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান।

প্রতিনিধি দল রয়েছেন রয়েছেন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, কমিশনার মোহাম্মদ আবু হাফিজ,
মো. শাহনেওয়াজ।

এছাড়াও ইসি সচিব ড. মো. সাদিক এই প্রতিনিধি দলে রয়েছেন। তবে কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী নেপাল সফরে থাকায় প্রতিনিধি দলে উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে।

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনরা বঙ্গভবনে গেছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, আলোচনার মূল বিষয় হবে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ও কিভাবে নির্বাচন অনুষ্ঠান করা হবে।

সূত্র আরো জানায়, নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব আকারে পেশ করবেন। এর মধ্যে রাষ্ট্রপতি যে তারিখ পছন্দ করবেন সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here