স্টাফ রিপোর্টার :: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় ঈদগাহে আজকের ঈদের জামাত বাতিল করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গভবনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ইমামতি করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির

নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং দেশের মানুষ ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে কোভিড-১৯-এ মারা যাওয়াদের রুহের মাগফিরাত এবং অসুস্থদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।

নামাজ ও দোয়া শেষে রাষ্ট্রপতি তার সরকারি বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। করোনাভাইরাসের কারণে এ বছর বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here