স্টাফ রিপোর্টার: জিয়া ইতিহাসের খলনায়ক আর বঙ্গবন্ধু ইতিহাসের নায়ক, এমনটাই বলছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) সংবৃতা আবৃত্তি উৎসব-২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্য মন্ত্রী আরো বলেন, ১৯৭১ এর ঘাতক ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার করব। এখন সময় রাজাকারদের ফাঁসিতে যাওয়ার। যতদিন রাজাকারমুক্ত বাংলাদেশ না হয়, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের শপথ নিতে হবে বাংলার মাটিতে বঙ্গবন্ধুর মতো আর যেন কেউ খুন না হয়, আর যেন গ্রেনেড হামলা না হয়।

সংবৃতা আবৃত্তি উৎসব-২০১৪ এর সাধারণ সম্পাদক সামছুজ্জামান বাবুর সঞ্চালনায় সবৃত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সভাপতি এ কে এম সামছুদ্দোহার সভাপতিত্বে আরো বক্তব্য দেন গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শহিদুল্লাহ খন্দকার, ঢাকা জেলা পুরিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here