ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এ এইচ এম বি নূর চৌধুরীকে ফেরত দেবে না কানাডা।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কানাডার এই মনোভাবের কথা জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হিদার ক্রুডেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি কারো এমন আশঙ্কা থাকে কোনো দেশে ফিরে গেলে মৃত্যুদণ্ডের ‍মুখে পড়বেন। তবে আমার দেশ তাকে সেদিকে ঠেলে দেয় না।’

তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, ‘নূর চৌধুরীকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বিষয়টি নিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশের আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জীবিত আসামিদের মধ্যে অন্যতম নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

গত ৫ অক্টোবর তাকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী কানাডায় এবং এম রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। দীর্ঘ সময় পর এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে গত বছর পাঁচজন সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here