নাঈম মৃধা,জবি প্রতিনিধি:: অমর একুশে বইমেলা ২০২১-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃক প্রকাশিত দুইটি গবেষণধর্মী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে।

রোববার বিকাল ৫টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (স্টল # ৭২১) সম্মুখে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘সাব-অল্টার্ন তত্ত্ব: উদ্ভব, বিকাশ ও প্রভাব’ গ্রন্থের লেখক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ‘বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি: কুরআন-সুন্নাহর আলোকে একটি মূল্যায়ন’ গ্রন্থের লেখক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালসহ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপদানের লক্ষ্যে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের গবেষণাধর্মী পাণ্ডুলিপি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২০১৭-১৮শিক্ষাবর্ষে পাঁচটি, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে পাঁচটি, ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনটি, ২০২০-২১ শিক্ষাবর্ষের চারটি গ্রন্থ সহ মোট ১৭টি গ্রন্থ প্রকাশ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর কয়েকটি গবেষণাধর্মী গ্রন্থ অতিশীঘ্রই প্রকাশিত হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here