ফেসবুক প্রচারণায় খালেদা জিয়াষ্টাফ রিপোর্টার :: আসন্ন পৌরসভা নির্বাচনে ফেসবুকে প্রচার চালাচ্ছে বিএনপি। নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ভিডিও ক্লিপ শনিবার মধ্যরাতে ফেসবুকে আসে। পরে বিজ্ঞাপন আকারে তা ছড়িয়ে দেয়া হয়।
দলটি ওই ভিডিও টেলিভিশনে বিজ্ঞাপন আকারে প্রচার করতে চাইলেও কোনো বেসরকারি চ্যানেল তা প্রচার করার ‘সাহস পাচ্ছে না’ বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র।
নবম সংসদের বিরোধী দল বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নিচ্ছে।
দলটি বলছে, প্রচারে মেয়র পদে ধানের শীষে ভোট চেয়ে দলের চেয়ারপারসনের আহ্বান সম্বলিত ভিডিওটি রবিবার রাত পর্যন্ত ফেসবুকে ৩০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছেছে।
পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিএনপির কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার বলেন, ‘আমরা এ নির্বাচনে আধুনিক প্রযুক্তি সুবিধা নিচ্ছি। সেই হিসেবে ম্যাডামের একটি ছোট আহ্বানের ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। ভিডিওটি ফেসবুকের মাধ্যমে রবিবার রাত পর্যন্ত ৩০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছে দিয়েছি।
দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টিতে আগামী বুধবার ভোট হবে। নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হবে সোমবার রাত ১২টায়।
সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ধানের শীষের ভোট দেয়ার আহ্বান জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ভিডিও ক্লিপ সম্বলিত ছোট বিজ্ঞাপন তৈরি করেছিলাম।
কিন্তু সেই বিজ্ঞাপনটিও প্রাইভেট চ্যানেলে দিতে পারছি না, তারা সাহস করছে না। কোনো পত্রিকাও বিজ্ঞাপনটি ছাপাতে সাহস করছে না।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here