ফিনল্যান্ড বিএনপির বিক্ষোভ সমাবেশহেলসিংকি :: ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে ফিনল্যান্ড বিএনপি হেলসিংকিতে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে

সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ফিনল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক মবিন মোহাম্মদ পরিচালনায় ও সভাপতি জামান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধূরী।

গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- গণবিচ্ছিন্ন এ সরকার জনগণের উপর আস্থা হারিয়ে এখন স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলে বাকশালী স্বৈরাচারদের ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে চির বিদায় করা হবে।

নেতৃবৃন্দ আরো বলেছেন- আওয়ামী ফ্যাসিবাদী সরকার ৫ই জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে আগুনের দাবানল ছড়িয়ে দিয়েছে। এই জালিম স্বৈরাচার সরকার পতনের আন্দোলন করতে ঘর থেকে জনগণ রাজপথে এসেছে, তা নিশ্চিত না করে  তারা আর ঘরে ফিরে যাবে না।

এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ সভাপতি এজাজুল হক রুবেল, মোঃ আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, বদরুম মনির ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মোঃ জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, তানভীর আহমেদ, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, খালেদুল ইসলাম, আজাদ আবুল কালাম, মোঃ সহিদুল, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান, সবুজ খান, নজরুল ইসলাম, মোঃ জুয়েল, আরিফ আহমেদ, নাজমুল হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here