বসন্তবরণ
ফরিদ আহমদ দুলাল
 
দৃশ্যপট থেকে একে একে সরে যাচ্ছে আলোকিত বর্ণমালা
একে একে ঝরে যাচ্ছে ফুল মলিন বসন্তডালা
বর্ণিল বাগানে ফুলপরীদের ভীড় উড়ে গেল অচিন পথের দিকে
সবুজ পাতার রঙ সময়ের ব্যাবধানে হয়ে যায় ফিকে;
তবু প্রার্থনায় করি জীবন সন্ধান
খুঁজে পেতে চাই যৌবনের অনুপান।
সমুদ্রের উত্তর পুরুষ আমি সূর্যের সন্তান
মেঘের ভ্রমণসঙ্গী আমি বাতাসের জয়গান
আমার অতীত গৌরবের ভাষার সংগামে আমি যোদ্ধা বীর
রক্ত দিয়ে রাঙিয়েছি রাজপথ তবু নোয়াইনি উদ্ধত শির।
বসন্ত এসেছে মানে প্রেমের শুদ্ধাঙ্গিকার রাখি মনে
বারবার বসন্তে জাগে বাংলাদেশ গগনে গগনে
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ বসন্তদিনে
হাজার বছরে বাঙালির স্বাধিকারস্বপ্ন নেয় চিনে;
বসন্ত নিশ্চিত করেছে ত্রিশলক্ষের আত্মনিবেদন
লক্ষ বোনের সম্ভ্রম বসন্তে শহিদ বেদীর ফুলেল পাটাতন।
বসন্ত এসেছে তাই পুষ্পবন্দনায় নিবেদন করি মন
বসন্তে মৃত্তিকা আমার অক্ষয় প্রেম মৃত্তিকা আমার আনন্দ-ক্রন্দন!
 
অমোচনীয় কালির আঁচড়ে এঁকেছি মৃত্তিকার মুখ
যতবার অপলক চাই দেখি অনাবিল সুখ
অনিন্দ্য শোভন রূপ-মাধুরীতে সবুজে সবুজে মায়াখেলা
এতো সহিষ্ণুতা বুকে এতো নিবেদন তবু পায় অবহেলা।
মৃত্তিকা আমার কর্ষণযোগ্য আবাদী শস্য-ভূমি
দেশমাতৃকার মায়াময় রূপ নিত্য যার পদতল চুমি।
দুয়ারে বসন্ত এলে পুষ্পশোভিত প্রিয়ার খোঁপা অনুপম করতল
জাগো বাঙালির ঘর সারস্বত প্রজ্ঞায় ভরুক লক্ষ্মীর অঞ্চল।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here