ঘূর্ণিঝড় ফণি

স্টাফ রিপোর্টার :: চলতি মাসের শুরুর দিকে দেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণির কারণে ৫৩৬ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঘূর্ণিঝড়ে ফসল, রাস্তা, পরিবেশ ও মাছের ক্ষতি হওয়ার পাশাপাশি অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

বৃহস্পতিবার সচিবলয়ে ফণির কারণে সৃষ্ট ক্ষতি নির্ধারণ ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়ে ৬৩ হাজর হেক্টর জমি প্লাবিত এবং এক হাজর ৮০০ হেক্টর জমির ফসলহানি হয়েছে।’

‘কৃষি বিভাগের ক্ষতির পরিমাণ ৩৮ কোটি টাকা ফণি কবলিত জায়গায় কৃষকের ঋণ মওকুফ এবং ভর্তুকি দেয়ার সুপারিশ করা হয়েছে,’ বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, ২৪০ জায়গায় ২১ দশমিক ৯৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে ২৫১ কোটি টাকা ব্যয় হবে। আর এলজিআরডির রাস্তার ক্ষতি হয়েছে প্রায় ১৬১ কোটি ৬৩ লাখ টাকা।

এছাড়া, দুই কোটি ৮৪ লাখ টাকার মাছ এবং পাঁচ কোটি টাকার বন ও পরিবেশের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে দুই হাজার ৬৩টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, যা মেরামতে ৭৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সভায় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here