135406_140রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পিছিয়ে আগামী বছরের ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর চতুর্থ দায়রা জজ এফ এম জিয়াউর রহমান নতুন এদিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ওই দিনই পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মির্জা ফখরুল ইসলামসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন।

এরপর গত বছরের ১১ মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক।

চার্জশিটের উল্লেখ্যযোগ্য আসামিরা হচ্ছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম–মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব ও সুলতান সালাহউদ্দিন টুকু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here