ডেস্ক রিপোর্ট :: বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছিলেন, ১৫ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু ১৫ তারিখ নয়, অন্তত ১ সপ্তাহ পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি। ২২-২৩ তারিখের আগে শুরু করা যাচ্ছে না এই আসরটি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, ‘টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।’

আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, আগামী ১২ নভেম্বর আমরা প্লেয়ার ড্রাফটটা আমরা করব এবং তারপর হয়তো দলগুলো গঠন পরবর্তী কার্যক্রম।’

ড্রাফট কোথায় অনুষ্ঠিত হবে? করোনার মধ্যে কি পদ্ধতিতে হবে ড্রাফট? এ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘ঢাকায় একটা হোটেলে ড্রাফট আয়োজনের চিন্তা রয়েছে আমাদের। সরকারের যে স্বাস্থ্যবিধি বা যে সমস্ত নীতিমালা রয়েছে সেগুলো পালন সাপেক্ষে আমরা এভাবেই পরিকল্পনা করছি। আমরা সংক্ষিপ্ত পরিসরে একটা ড্রাফট ইভেন্ট আয়োজন করব।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে মিরপুরেই। অন্য কোনো ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা নেই বিসিবির। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্লানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সে ক্ষেত্রে ফিকশ্চারে আমরা কিছুটা এডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রযোজন হবে। সেভাবেই আমরা প্ল্যান করছি।’

টুর্নামেন্টের প্রস্তুতি অনেকদুর এগিয়ে গেছে বলেও জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ-২০২০ নিয়ে আমরা যে কাজ করছি…, তা নিয়ে আমরা অনেকদুর এগিয়েছি। এখন পর্যন্ত আমাদের টিম স্পন্সর যেটা সেটা চূড়ান্ত করেছি। এর বাইরেও আমাদের যে ব্রডকাস্টিং বিষয়টা ছিল সেটাও আমরা চূড়ান্ত করেছি এবং যেটা আছে অন্যান্য যে … রাইটস, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শিগগিরই বিষয়গুলো চূড়ান্ত হবে।’

আপাতত দর্শকহীন একটি টুর্নামেন্টই আয়োজন করার পরিকল্পনা বিসিবির। তবুও সাংবাদিকরা জানতে চেয়েছেন, সীমিত পরিসরে কি দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে? জানতে চাইলে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে, সে অনুযায়ী আমাদের দর্শক, সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যেটা প্র্যাক্টিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবেই আমরা করব।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here