‘প্রিন্সেস কাপে’ অংশ নিতে ব্যাংকক যাচ্ছেন রাবি শিক্ষার্থী নাঈমরাবি প্রতিনিধি :: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য প্রিন্সেস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিতে শুক্রবার (১৭ মার্চ) ব্যাংককের উদ্দেশে রওনা দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী মোহাম্মদ নাঈম।

প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নেওয়ার সুযোগ পাওয়া নাঈম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতায় নাঈম বাংলাদেশের প্রতিনিধিত্বও করবেন। আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নাঈম বলেন, ‘দেশের বাইরে বড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। এটা অবশ্যই ভাল লাগার, যদি ভাল পারফর্ম করে দেশের নাম উজ্জল করতে পারি। তবে সুখকর অনুভূতি হবে, এজন্য সবার কাছে দোয়া চাই।’

তাঁর সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল। জানতে চাইলে কোচ কামরুজ্জামান চঞ্চল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শুধু তাই নয়, নাঈম দেশের প্রতিনিধিত্বও করবে।

তিনি আরও জানান, প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ২০ মার্চ রিও গেমস্‌ ২০১৬’র শারীরিক প্রশিক্ষক ইরানের কোচ মেহরানের নেতৃত্বে পাঁচ দিনব্যাপী তায়কোয়ান্দো ইন্টারন্যাশনাল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। ট্রেইনিংয়ে অংশ নিতে শুক্রবার তারা দু’জন ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here