ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ এর ফল প্রকাশিত হয়েছে।

এ পরীক্ষায় এ বছর বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী।

যার মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২১ হাজার ৯৭৮ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ৩২ হাজার ২৩৪ জন।

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

শনিবার রাতে যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত থেকে ১০ বছর বয়সী সাত শিক্ষার্থীর মৃত্যুর পরদিনই প্রকাশিত হলো এ ফল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকেও বৃত্তির ফল জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় নিহত ক্ষুদে শিক্ষার্থীদের স্মরণে সোমবার সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দোয়া ও শোক প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী জানান, এ বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন।
এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ জন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২১ হাজার ৯৭৮ ক্ষুদে শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৯৫৫ এবং ছাত্রীর সংখ্যা ১১ হাজার ২৪। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ১৬ হাজার ২২৮ এবং ছাত্রী সংখ্যা ১৬ হাজার ২০৬।

উল্লেখ্য, প্রাথমিকে প্রতিবছর ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার কথা থাকলেও এ বছর দেয়া হলো ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থীকে। বাকি ৫৮৮টি সংরক্ষিত রাখা হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরো জানান, ২০০৯ সাল থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে অধ্যায়নরত সকল শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হচ্ছে।

পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ৫৫ হাজার প্রাথমিক বৃত্তি দেয়া হচ্ছে। ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হচ্ছে ২২ হাজার ও ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হচ্ছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা পাচ্ছে ২শ টাকা করে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাচ্ছে দেড়শ টাকা করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here