স্টাফ রিপোর্টার :: শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ হতে ড. তুরিন আফরোজকে অপসারণ করেছে সরকার।

সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর (জিপি/পিপি) এস এম নাহিদা নাজমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচারণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে নিয়োগ বাতিলক্রমে প্রসিকিউটর পদ হতে অপসারণ করা হলো।’

১১ নভেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দিয়েছিল সরকার।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here