স্টাফ রিপোর্টার :: দেশ বিদেশের দূরত্ব, সমাজে সমাজে দুরত্ব, মানুষে মানুষে দূরত্ব। এত দুরত্বের মধ্যে মানুষ পৃথিবীতে বসবাস করছে। সংসার করছে। জীবন ধারন করছে। দূরত্বের মধ্যে মানুষ বেঁচে আছে। দেশ ছেড়ে অসংখ্য বাংলাদেশি বিদেশে বসবাস করছে। বিদেশে বসবাসরত প্রবাসীরা নানান প্রতিকুলতার মধ্যে তাদের কর্মময় জীবন কাটচ্ছেন। সব প্রবাসিদের জীবনের কথা নওশীন অভিনিত একটি ধারাবাহি নাটকে তুলে ধরা হয়েছে।

এটিএন বাংলায় ৩১ আগস্ট রাত ৮ টায় প্রচার হবে মেগা ধারাবহিক ‘দূরত্ব’।

ফজলুল করিমের রচনায় ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম।

অভিনয় করেছেনয় সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ, আরমান পারভেজ মুরাদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, বিদ্যাসিনহা মীম, নওশীন, মিমো, কবিতা, প্রণয়, প্রাচুর্য, পূণ্য, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, তানিয়া, ছবি, মুক্তি, আরফান, আল মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here