ঢাকা: চলতি বছরের জুলাই মাসে আসা মোট প্রবাসী আয়ের পরিমাণ ১৪৮ কোটি ২০ লাখ ডলার। যা এক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে জুলাই মাসের মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) হয়েছে সর্বোচ্চ। আর আগে কখনো এক মাসে এতো পরিমাণ প্রবাসী আয় হয়নি।

এতে জানানো হয়, এ মাসে আসা মোট প্রবাসী আয়ের পরিমাণ ১৪৮ কোটি ২০ লাখ ডলার, যা গত জুন মাসের তুলনায় প্রায় ১৫ দশমিক ১৯ শতাংশ এবং ২০১৩ সালের জুলাই মাসের (১২৩ কোটি ৮৪ লাখ ডলার) তুলনায় ১৯ দশমিক ৬৭ শতাংশ বেশি।

এদিকে ২০১৪ সালের প্রথম সাত মাসে প্রবাসী রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৩ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। যা ২০১৩ সালের প্রথম সাত মাসের (৮২৯ কোটি ৭৮ লাখ ডলার) তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বেশি।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত (রিজার্ভ) বৈদেশিক মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here