গাজী হানিফ মাহমুদ, নরসিংদী প্রতিনিধি:

 

প্রধানমন্ত্রীর ২ লাখ টাকার অনুদানের চেক পেলেন নরসিংদীর রায়পুরার ’৭১ এর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক দারু মিয়া। তার বাড়ী উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি পশ্চিম পাড়া গ্রামে।

দারু মিয়া জানান,’৭১ এর মুক্তিযুদ্ধের সময় নরসিংদীর পাশ্ববর্তী বি-বাড়ীয়া জেলার সরাইল থানার কট্রাপাড়ায় পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করার সময় পেটে এবং উরুতে একাধিক গুলিতে গুরুতর আহত হন। মুক্তিযুদ্ধের সময় তার বিরাট অবদান রয়েছে। তিনি স্বাভাবিক মুক্তিযুদ্ধাদের ভাতা পেলেও র্দীঘদিন যাবৎ আহত মুক্তিযোদ্ধার ভাতা থেকে বঞ্চিত ছিলেন।

অতি কষ্টে শ্রমিক জুগালী কাজ করে মানবেতর জীবনযাপন করে ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে লেখাপড়ার খরচ চালিয়েছে।

পরে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় তার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন।

পরে প্রধানমন্ত্রী এ খবর যেনে গত ৬ নভেম্বর তাকে ২ লাখ টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন তার পারিবারিক বিভিন্ন সমস্যা দেখে সৎ সাহসিক একজন সরল মানুষ হিসাবে সরজমিনে তদন্ত করে তাকে একটি টিনের ঘর ও ১০ শতাংশ জায়গা প্রদানের আস্বাশ দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here