পেলে পুত্রডেস্ক নিউজ :: বিখ্যাত বাবাদের ছেলেরা সবসময় বিখ্যাত হয় না৷ ব্রাজিল কিংবদন্তি পেলের ছেলে এডিনহো তার জলজ্যান্ত প্রমাণ। মাদক পাচারের মামলায় পেলের ছেলে এডিনহোকে ১৩ বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত৷

২০০৫ ব্রাজিলের কুখ্যাত একটি মাদকপাচারকারী দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে ফুটবল সম্রাটের ছেলের বিরুদ্ধে৷

মাদকপাচারের অভিযোগ প্রমানিত হওয়ায় মামলা শুরু হয় এডিনহোর নামে৷ মামলায় চলার কালিন কয়েক মাস জেলও খাটেন বিখ্যাত বাবার এই কুখ্যাত সন্তান৷ এরপর প্যারোলে মুক্তি পান তিনি৷ ৯ বছর ধরে চলা সেই মামলার রায় হয় ২০১৪ সালে৷ রায়ে এডিনেহোকে ৩৩ বছরের কারাদেশ দেন আদালত। শেষ পর্যন্ত তার শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয় ১২ বছরে৷

এই রায়ে সন্তুষ্ট না হয়ে এরপর আবার আপিল করেছিলেন তার আইনজিবিরা৷ শুক্রবার সেই আপিলের পূর্ণাঙ্গ রায় শোনায় আদালত৷

আদালতের রায় অবশ্য প্রত্যাখান করেছেন এডিনহো৷ তিনি বলেন, ‘এই রায়ে আমি হতাশ৷ আমি কখনই মাদকপাচারের সঙ্গে জড়িত নই৷’

১৯৯০ ব্রাজিলের ক্লাব স্যান্টোসের গোলরক্ষক হিসেবে যোগ দেন এডিনহো৷ ১৯৯৯ ফুটবল থেকে অবসর নেন এই গোলরক্ষক৷ ২০০৭-২০১৫ পর্যন্ত স্যান্টোসের সহকারী কোচ হিসেবে দায়িত্বও পালন করেন তিনি৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here