গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি::
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে টানা ৬ দিনের বন্ধ শেষে আজ থেকে ফের চালু হয়েছে   হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রবিবার সকাল ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুই-দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন,‘সনাতন ধর্মম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। পূজার ছুটি শেষে ফের আজ রবিবার সকাল  থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতিত সব দিনই আমাদের বন্দর অভ্যন্তরে কার্যক্রম চালু ছিলো।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here