গালিগালাজ করতে পুলিশকে ১২ হাজার বার ফোন

ডেস্ক রিপোর্টঃঃ  পুলিশের জরুরি সেবার নম্বরে বারবার কল করতেন এক নারী। ফোন তোলা মাত্রই পুলিশ কর্মকর্তাদের গালিগালাজ করতেন তিনি। বছরে ১২ হাজার বার গালাগাল করেছেন ওই নারী।

জরুরি সেবার নম্বরের অপপ্রয়োগের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পিনেলাস কাউন্টির বাসিন্দা কার্লা জেফারসন প্রায়ই ৯১১ নম্বরে ফোন করতেন। কর্মকর্তারা ফোন তুলতেই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। আর গালাগালও করেছেন।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ ফক্স ১৩-কে বলেছেন, এটা এমন বিষয় নয় যে ফোন করে পুলিশকে দুদিন গালাগাল দিলাম। এই নারী সব সীমা ছাড়িয়ে গেছেন।

ফার্নান্দেজ জানান, ২৪ ঘণ্টায় ৫১২ বার ফোন করেছেন ওই নারী। প্রথমে তার সঙ্গে খুব ভদ্রভাবেই কথা বলতেন কর্মকর্তারা। কিন্তু ক্রমশ তার হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর সে কারণেই নারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here