পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা জরুরি সভা বৈঠক রাত ১১টা ২২ মিনিটে  শেষ হয়।  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় এ সভা শুরু হয়।

বৈঠক শুরু হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন।
পাশাপাশি তিনি জানান,বৈঠক শেষে কোনো প্রেস ব্রিফিং করা হবে না।

বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম,সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম. খায়রুল হোসেন, সদস্য আরিফ খান,আমজাদ হোসেন,সালাম শিকদার,হেলাল উদ্দীন নেজামী,ডিএসই প্রেসিডেন্ট শাকিল রিজভী, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফাইকুজ্জামান,সিএসই প্রেসিডেন্ট ফখরুদ্দীন আলী আহমেদ,এবিবি প্রেসিডেন্ট সাত্তার কে মাহমুদ,বিএবি প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা,অর্থসচিব ড. তারেক,বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন অংশ নেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here