বিডিআর সদরদপ্তরে সংঘটিত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার ১৪ তম সাক্ষী ল্যান্স নায়েক এনামুল হক আদালতে সাক্ষ্য প্রদান করছেন।

মঙ্গলবার  মেজর  শাহ আলম ও মেজর মুন্সী মাহবুবুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগার ও নবকুমার ইন্সটিটিউশন সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে সকাল ১০টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক বিচারকের দায়িত্ব পালন করছেন।

১৩ শত ৪৫ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী লালবাগ থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসাসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ানরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে।

এ ঘটনায় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশের পরিদর্শক নবজ্যোতি খীসা প্রথমে লালবাগ থানায় এবং পরে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here