জেসমিন আক্তার::

২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার পিকেএসএফ-সভাপতি ও মানবিক অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর ঢাকা ইস্কাটনস্থ বাসভবনে ঘাসফুল-চেয়ারম্যান ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র এক সৌজন্য সাক্ষাতকারে কোভিড পরবর্তী করণীয় বিষয়ে বিশেষ আলোচনা হয়। উল্লেখ্য পিকেএসএফ এর দুই’শটি সহযোগী উন্নয়ন সংস্থার মধ্যে ঘাসফুল অন্যতম।

পিকেএসএফ এর আর্থিক সহায়তায় ঘাসফুল সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্টির অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গুরুত্বপুর্ণ এই বৈঠকে তারা দু’জনই সাসটেইনবেল ডেভলাপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জসমুহ মোকাবেলায় বিভিন্ন সেক্টরসহ বেসরকারী উন্নয়ন সংস্থাসমুহের ভুমিকা বিষয়ে পরস্পর মত বিনিময় করেন।

তারা বিশেষ করে এসডিজি এর চার (০৪) নং লক্ষ্য: সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুনগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি এবং আট (০৮) নং লক্ষ্য: সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা মনে করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিমাণগত সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখন জরুরী প্রয়োজন হলো গুণগত মান অর্জন করে আর্ন্তজাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। এছাড়াও সুবিধাবঞ্চিত ঝরেপড়া শিশুদের শিশুশ্রম থেকে তুলে এনে বাধ্যগতভাবে শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে গৃহকর্মীদের বিশেষ পরিকল্পনার আওতায় এনে মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থায় জীবনব্যাপি শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করা গেলে তা দেশের ছোট থেকে বড় যেকোন পেশায় নিয়োজিতদের পেশাগত উন্নয়নে বড়ধরণের ভুমিকা রাখতে সক্ষম হবে। যোগ্য জনবল তৈরীর পাশাপশি যথার্থ নিয়োগ, উৎপাদনমুখি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং চাকুরীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বড় বাধা হয়ে দাঁড়াবে।

বর্তমানে বিভিন্ন সেক্টরে বিদেশ থেকে বিশেষজ্ঞ ও দক্ষ জনবল আনার যে প্রবণতা বা প্রয়োজনীয়তা এবং দেশের দক্ষ জনবল
বিদেশে চলে যাওয়া রোধ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরী। এক্ষেত্রে তারা “ব্রেইন ড্রেইন এন্ড ব্রেইন গেইন” বিষয়ে
অগ্রাধিকারমুলক কর্মপন্থা নির্ধারণের জন্য জোর তাগিদ দেন। বৈঠকে একজন অর্থনীতিবিদ অর্থনীতির দৃষ্টিতে এবং অন্যজন
সমাজবিজ্ঞানী সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে দেশের সমস্যাগুলোর বিশ্লেষণ ও সমাধানের নানা উপায় নিয়ে আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঘাসফুল এর সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ সিরাজুল ইসলাম, পাবলিকেশন
বিভাগের সহ. ব্যবস্থাপক জেসমিন আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here