শিশু শ্রমিককে হত্যার চেষ্টাজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে মিলন নামে ১০ বছর বয়সী এক শিশু শ্রমিককে মারধর করে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

সদর উপজেলার মজু চৌধুরী হাটে মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মিলন কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে।

মিলনকে রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

এদিকে রাত ৯টার দিকে মজু চৌধুরী হাট এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত রিয়াজকে আটক করেছে পুলিশ।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মজু চৌধুরী হাটে সেলিমের খাবারের হোটেল মিলন কাজ করতো। ঘটনার সময় সে হোটেলের পাশে রিয়াজের গাড়ির চাকা মেরামতের গ্যারেজের সামনে দুষ্টামি করছিল। এসময় রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে ধরে নিয়ে চড়-থাপ্পড় দেয়। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তির সহযোগিতায় জোরপূর্বক শিশুটির পায়ুপথে পাম্পের (রিকশা ও সাইকেলে হাওয়ার দেওয়ার যন্ত্র) বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে মিলন অসুস্থ হয়ে বমি করে। খবর পেয়ে হোটেল মালিকের খালাতো ভাই আজাদ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাকে আশঙ্কাকামুক্ত বলা যাচ্ছে না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here