মিলন কর্মকার রাজু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে পায়রা বন্দর মাল্টিপারপাস অফিস বিল্ডিং মিলনায়তনে “মডার্ণ অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক ছয় মাস ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দুই শিফটে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ সদস্য এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ডরপ’র টিম লিডার জেবা আফরোজ। ডরপ’র ডেপুটি টিমলিডার মাহফুজুল হক মামুনের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসেন খান, মনিটরিং ও ইভানুয়েশন অফিসার মো.রাশেদুজ্জামান, রি-সেটেলমেন্ট অফিসার গোলাম সরোয়ার টিপু, প্রশিক্ষক সেলিম আহমেদ, সাংবাদিক অশোক মুখার্জী। বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রশিক্ষণার্থী শিমুল আখতার ও অহিদুল ইসলাম শাওন।

উন্নয়ন সংস্থা ডরপ’র সহযোগীতায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডরপ’র টিম লিডার জেবা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মডার্ণ অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে বিভিন্ন দফতরে চাকুরী সুবিধা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী ছয় মাসে মোট ১৪৪ কর্মদিবসে এ প্রশিক্ষণের পাশাপাশি ৫০ জনকে ৭২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here