মঙ্গলবার দেশে মুসলমানেরা পালন করছেন শোকের দিন পবিত্র আশুরা।

এ উপলক্ষে সারা দেশে আজ সরকারি ছুটি পালিত হচ্ছে।হিজরি ৬১ সালের এই দিনে বর্তমান ইরাকের কুফা নগরীর ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (স.)- এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)।

গোটা বিশ্বের মুসলমানেরা ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এই দিনটি পালন করছে। বাংলাদেশের মুসলমানরাও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছে।

কারবালার ঘটনা স্মরণে অনেক শিয়া মুসলমান কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের কষ্টকে অনুধাবন করার জন্য তার প্রতীকি অনুকরণও করে থাকেন। নানাভাবে নিজের শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে সহমর্মিতা প্রকাশ করেন তারা।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here