আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য (শান্তি) চুক্তির ২২ বর্ষপূর্তি উদযাপন করেছে খাগড়াছড়িবাসী। খাগড়াছড়ি জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্যোগে সোমবার সকালে পরিষদ প্রাঙ্গেনে ২২টি চারা রোপনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।

পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহণে আনন্দ মুখোর হয়ে উঠে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করেন অতিথিরা।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এতে সংরক্ষতি নারী আসনের এমপি বাসন্তি চাকমা,খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান,খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল মো: নাজিম উদ্দিন,খাগড়াছড়ি পুলিশ সুপার আহামার উজ্জামান,পৌর মেয়র রফিকুল আলমস,সিভিল সার্জন ইদ্রিস মিঞা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদ সদস্য জাহেদুল আলম,খগেশ্বর ত্রিপুরা,জুয়েল চাকমা, শতরূপা চাকমাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে র‌্যালিতে অংশ নেয়।

এতে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিকতার বিকল্প নেই। তাই সকলে মিলেমিশে আসুন পাহাড়কে শান্তির জনপদ গড়ে তুললে সকলের প্রতি আহবান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here