পাবনা ক্যাডেট কলেজের সাফল্য অভাবনীয় কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি:: পাবনায় এবারে এসএসসি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে পাবনা ক্যাডেট কলেজ বরাবরের মত এবারেও শতভাগ পাশ করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

পাবনা কালেক্টারেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১৯ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পাশের হাড় শতভাগ, পাবনা জেলা স্কুল থেকে ২৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২০২ জন।

পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০০ ছাত্রী। বেড়ার আলহেরা একাডেমী থেকে ১০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। পাশের হার শতভাগ।

পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষণা স্কুল থেকে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পাশের হার শতভাগ।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহমেদ জানান, কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা, শৃংখলা এই ফলাফলের পেছনে কাজ করেছে।

পাবনা কালেক্টারেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ জানান, শতভাগ সাফল্য পাওয়ায় তারা সন্তষ্ট। তিনি জানান, এই ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত উপসি’তি এবং শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন কাজ করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here