মাদকের স্পট থেকে অর্থ আদায়, থানায় আসা দর্শনার্থীদের সঙ্গে দুরব্যবহার, বিভিন্ন অজুহাতে ঘুস নেয়াসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী থানার ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও শহর উপ-পরিদর্শক (টিএসআই) সাইদুর রহমান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার উদ্ধতন কতৃপড়্গের নির্দেশে ওই তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পাবনা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার তিনি সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের স্বাক্ষ্য নেয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শাস্তিমূলকভাবে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here