কলকাতা : পানির পর এবার বিদ্যুৎ-এ ছাড় দিল দিল্লির নতুন আম আদমি পার্টির সরকার। সোমবারই দিল্লির প্রতিটি গৃহস্থ পরিবারকে বিনামূল্যে ৭০০ লিটার পানীয় পানি সরবরাহের কথা ঘোষনা করেছিল সরকার। একদিন পর মঙ্গলবার দিল্লির ২৮ লক্ষ বাসীর মধ্যে ৫০ শতাংশ ছাড়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন যাঁরা প্রতিমাসে ৪০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদেরকে এই ছাড়ের সুবিধা দেওয়া হবে।বুধবার থেকেই এই সুবিধা পাওয়া যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু ৪০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে পুরো বিদ্যুৎটাই পয়সা দিয়ে কিনতে হবে বলে জানান তিনি। এরফলে দিল্লির ২৮ থেকে ৩৪ লক্ষ বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

শারীরিক অসুস্থতার নিয়েই মঙ্গলবার বিকেলে নিজের দফতরে ক্যবিনেট বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সেখানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল (ক্যাগ)-এর প্রধান শশীকান্ত সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে বিদ্যুৎ সরবরাহকারী তিনটি বেসরকারি কোম্পানির হিসাবপত্র পুনরায় অডিট করার বিষয়টি নিয়ে ক্যাগ-এর আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। ক্যাগ তাতে সম্মতি দিয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান। বৈঠকে দিল্লিবাসীকে বিদ্যুৎ ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here