লালমনিরহাট : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাফির বাজারে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষে শিবির সভাপতিসহ ৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ ৩জনসহ আহত হয় অন্তত ১৫ জন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফির বাজার ও শরোয়ার বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এ নির্দেশ জারি করেন। রোববার রাত ১১টা পর্যন্ত  এটি বলবত থাকবে।

সকালের সংঘর্ষে নিহতেরা হলেন, তারা হলেন্ত উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম (২৫), শিবিরকর্মী আব্দুর রহিম (২২) ও সাজু ইসলাম(৩২)। এর মধ্যে ঘটনাস্থলে আব্দুর রহিম, পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু (৩২) ইসলাম মারা যান। সকাল থেকে সহিংসতায় এক যুবলীগ কর্মী সহ ৪ জন নিহত হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে পুলিশ ৪৭ রাউন্ড রাবার বুলেট, ৩০ রাউন্ড চায়না গুলি ও ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে

> পাটগ্রামে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ, নিহত ২

এস,এম সহিদুল ইসলাম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here