জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক হাসান মাহমুদ। এবারের বিপিএলে সম্ভাবনার ঝিলিক দেখানোর কারণে দলে ডাক পেয়েছেন তিনি।

হাসান মাহমুদের জন্ম ১৯৯৯ সালের ১২ অক্টোবর। সেই হিসাবে তার বয়স এখন ২০ বছর। জন্মস্থান লক্ষ্মীপুরে। পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মমিন ভেন্ডার বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে হাসান। তাঁর বাবা ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই ভাই এবং তিন বোনের মধ্যে সবার ছোট হাসান।

২০১৭ সালের অক্টোবর মাসে জাতীয় ক্রিকেট লিগে (২০১৭-১৮) চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশের দলে জায়গা পেয়েছিলেন। ২০১৭-২০১৮ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে পদার্পণ করেন হাসান মাহমুদ।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু বিপিএলে অভিষেক হয় তার। খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে। তবে বোলিং গড় আহামরি কিছু নয়। ১৩ ম্যাচে ওভারপ্রতি ৯.২০ রান দিয়ে নিয়েছেন মাত্র ১০ উইকেট। তবে গতির ঝড় তুলেছেন ভালোই। নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে, ছিল দারুণ কিছু ডেলিভারিও। যা তাকে পৌঁছে দিয়েছে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে। এখন দেখার বিষয় একাদশে সুযোগ পেলে নিজেকে তিনি মেলে ধরতে পারেন কিনা।
এ দিকে হাসান মাহমুদ জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি পুরো লক্ষ্মীপুরবাসী। অভিনন্দন জানিয়েছেন হাসানের লক্ষ্মীপুরের স্থানীয় ক্লাব হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংস, জেলা আওয়ামী লীগও লক্ষ্মীপুর প্রেস ক্লাবসহ পুরো জেলা বাসী।

বাংলাদেশ স্কোয়ার্ড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here