মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনার পাইকগাছায় চলছে জাতিয় স্যানিটেশন মাস। এ উপলক্ষে রবিবার উপজেলা কপিলমুনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের নিয়ে হাত ধোয়া মূল কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার।

ডরপ পানিই জীবন প্রকল্পের আয়োজনে একযোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে জাতীয় স্যানিটেশন মাস শুরু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, পরিচ্ছন্নতা ব্যক্তিকে উন্নত হতে সাহায্য করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। হাত ধোয়ার মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতা প্রথম ধাপ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজ বিশ্বাস, মো ইউনুচ আলী, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, ইউসি মো: আবু সায়েম হোসেন, শিক্ষক মো: নাছিল আক্তার খাঁন, ইউপি সচিব আ: গণি অবসার প্রাপ্ত সচিব নারায়ন চন্দ্র দাশ, সিডিও হাসি আক্তার, ইউএও সাঈদ মো খলিল, বাজেট মনিটারিং ক্লাবের সদস্য প্রতিশ মন্ডল, জিয়াউর রহমান, জাহানার বেগম জয়া ও রফিকুর ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here