মাওবাদী নাশকতার ঘটনা ঘটল জঙ্গলমহলে। জঙ্গলমহলে মাওবাদীদের হাতে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। বৃহষ্পতিবার রাতে জীতু সিংহ নামে ওই তৃণমূল কর্মীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল দুষ্কৃতী। শুক্রবার সকালে পুরুলিয়ার বলরামপুরের ঘাটবেড়া এলাকায় নিজের বাড়ির সামনে ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওইব্যাক্তিকে তার দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। মৃতদেহের পাশ থেকে মাওবাদী পোস্টারও পাওয়া গেছে। জীতু সিংহ জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন। ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও যৌথবাহিনী। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার ঘটনায় পরিচিতরা জড়িত আছে বলে সন্দেহ করছে পুলিশ। খুনের কারন খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা রয়েছে। সেই সভায় জন সমাগম বন্ধ করতেই মাওবাদীরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। অপরদিকে জঙ্গলমহলে তৃণমূলকর্মীর খুনের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন জঙ্গলমহলে শান্তি ফেরাতে ৪ মাস যৌথ অভিযান বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে পুনরায় জঙ্গলমহলে অভিযান চালানো হবে বলেও এদিন মাওবাদীদের হুসিয়ারী দিয়েছেন তিনি। আগামী ১১ নভেম্বর ঘাটবেড়াতে গিয়ে তিনি প্রতিবাদ সভা করবেন বলেও এদিন জানিয়েদিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে নিহত তৃণমূল কর্মী জীতু সিংহের দেহ এদিন কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গান্ধীমূর্তির পাদদেশে তাকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।

অন্যদিকে গ্রেফতার হলেন জনসাধারণ কমিটির মুখপাত্র জয়দেব মাহাত। বৃহষ্পতিবার রাতে ঝাড়গ্রাম থানার বিবিহাড়ি গ্রাম থেকে জনসাধারণ কমিটির মুখপাত্র জয়দেব মাহাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জয়দেব মাহাতর বিরুদ্ধে একাধিক খুন এবং নাশকতার অভিযোগ রয়েছে। পাশাপাশি মাওবাদীদের সাথে জয়দেববাবুর নিয়মিত যোগাযোগ ছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যদিও জনসাধারণ কমিটির মুখপাত্রকে গ্রেফতার করার পর এখনো পর্যন্ত যৌথবাহিনী বা পুলিশের তরফে কিছু জানানো হয়নি। অপরদিকে জয়দেব মাহাতর পাশাপাশি মাওবাদী সন্দেহে অপূর্ব মাহাত এবং শান্তুনু মাহাত নামে আরও দুইব্যাক্তিকেও আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শফিকুল ইসলাম/কলকাতা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here