Joyonto Bagchi

সেই মুহূর্তটা 
জয়ন্ত বাগচী

যে হাতটা ধরেছিলে একদিন
অন্ধকার নামতেই ছেড়ে দিলে কেন
বাহ্যিক টানাপোড়েন কি স্টিমারের ভোঁ
বাজলেই দৌড় দৌড় ?
আমি জানি,
তুমি হাত খালি রাখতে ভালবাসো
আমি চেষ্টা করেছি দিনের পর দিন
এখানেই তুমি জিতে নিয়েছ
নারী পুরুষের বৈপরীত্যকে ।
মেঘ যেমন তার জল ঝরিয়ে দেয়
বরফ করে কাঠিন্য পরিবর্তন
বাতাস করে দিক পরিবর্তন,
তেমনটা যে পারিনা কিছুতেই
তাইতো তোমায় দূরে রেখেও
অবজ্ঞা করতে পারিনা
ভালোবাসার জনকে নতুন করে
ভালোবাসতেও পারিনা !
তোমার স্পর্শের চেতনাকে
কিছুতেই মুছে দিতে পারিনা ।
কোকিল ডাকা ভোরে কিংবা
বাসন্তী সন্ধ্যার সানাই এর ডাক
আমায় বার বার পৌঁছে দেয়
সেই সেদিনের মুহূর্তে,যে সময়
তুমি আমার হাতটা ধরেছিলে !

 

কবির ই-মেইলঃ Jkbagchhi2010@gmail.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here