শিপুফরাজী, চরফ্যাশন প্রতিনিধি:: ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিন আইচা থানায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্যাপীত হয় । এই উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয় সংস্থা দক্ষিন আইচা কার্যালয়ে ।

“মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্যাপন হয়েছে।

আলোচনা সভায় ‘কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দক্ষিন আইচা থানার বিভিন্ন গ্রামে প্রায় ৩ শত চাষী সুবিধা দেয়ার কথা ঘোষনা করে ।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার, এফডিএ এর নির্বাহী পরিচালক মো: কামাল উদ্দিন ও চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলহাজ¦ শফিউল্লাহ হাওলাদার।

পরে দক্ষিন আইচা থানার কচ্ছপিয়া গ্রামের কাঁকড়া চাষীদের মাঝে কাঁকড়া বাঁধার প্রতিযোগীতা ও বিজয়ীদে মাঝে উপকরন বিতরন করা হয় ।বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানের আর্থিক ও কারিগরি সহযোগিতা করেন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইফাদ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here