স্টাফ রিপোর্টার :: চলমান পরিবহন ধর্মঘটের দুই দিনে বেনাপোলে ৩৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মাদ বেলাল হোসাইন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে রপ্তানি বাণিজ্য। দু’দিনের পরিবহন ধর্মঘটে ৩৬ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার।

এদিকে ধর্মঘট থাকায় আজও ভারত থেকে আসা শতশত পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্টসহ বিভিন্ন পরিবহন কাউন্টারে আটকা পড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে নারী, শিশু, বৃদ্ধসহ রোগী যাত্রীরা।

বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি দাস জানান, পরিবহন ধর্মঘটের কারণে বাংলাদেশ থেকে  আজও ভারতে কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে আমদানি বাণিজ্য স্বভাবিক রয়েছে।

সকাল থেকে বিকাল পর্যন্ত ১২০টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here