আয়শা সিদ্দিকা আকাশী।

মাদারীপুর: পদ্ম সেতু নির্মাণ কাজের ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের উদ্বোধন শেষে সেতু মন্ত্রী এ কথা বলেন।
এ সময় সেতু মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। এজন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শত ভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ, এছাড়া ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবিএম মোজাম্মেল হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনসার উদ্দিনসহ অনেকেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here