স্টাফ রিপোর্টার :: পটুয়াখালী জেলায় নতুন আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এনিয়ে করোনাভাইরাসে মোট ১০ জন আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে প্রায় সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরেছেন।

মঙ্গলবার ২১ এপ্রিল দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, পটুয়াখালীতে এ পর্যন্ত মোট ২৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনা উপজেলায় তিনজন, পটুয়াখালী সদর উপজেলায় একজন এবং দুমকি উপজেলায় দুই জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। এদের মধ্যে দুমকি উপজেলার একজন মারা গেছেন। দুমকি উপজেলার দুই জনের করোনাভাইরাস আগেই শনাক্ত হয়েছে।

এদিকে ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পটুয়াখালী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here