rizviবিএনপি সমাবেশ করবে এবং সেটা নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি’র সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি তারা।  প্রশাসনের অনুমতির জন্য বিএনপি অপেক্ষা করবে। প্রত্যাশা করি প্রশাসন অনুমতি দেবে।

তিনি বলেন, ‘প্রশাসন যদি ৮ তারিখ না দিয়ে ৯ তারিখ অনুমতি দেবে বলে সিদ্ধান্ত নেয়, তাহলে তাই দেয়া হোক। বিএনপির এতে কোনো সমস্যা নেই, বিএনপি তবুও সমাবেশ করবে। আর সেটা নয়াপল্টনেই হবে এতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।’

সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি যথাযথ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেই সমাবেশের জন্য লিখিতভাবে অনুমতি চেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) যদি রাষ্ট্রের কাজে নিয়োজিত থেকে থাকে, তাহলে বিএনপিকে অনুমতি দেবে বলে প্রত্যাশা করি। আর কোনো দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হলে ভিন্ন কথা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি না পাওয়া গেলে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই জানানো হবে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here