নৌকার বিরুদ্ধে কাজ করায় আওয়ামীলীগের ২৩ জন নেতা বহিস্কার

মোনাসিফ ফরাজী সজীব, মাদারীপুর প্রতিনিধি :: মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) কাজল কৃঞ্চ দে বিপক্ষে বিভিন্ন নির্বাচনী কাজ করায় জেলা ও উপজেলা আওয়ামীলীগের ২৩ জন নেতাকে সাময়িক বরখাস্ত করে জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার দুপুরে শহরের পুরান বাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা।

সংবাদ সম্মেলনে জানান, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েও আওয়ামীলীগ নামধারী একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীও প্রস্তাবক ও সমর্থক হিসাবে তার মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়েছেন জেলা আওয়ামীলীগের দুই নেতা। এটা দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এছাড়াও জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের বেশ কিছু সদস্য সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের পক্ষে সক্রিয়ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধ হওয়ায় সদর উপজেলার আওয়ামীলীগ কার্যনির্বাহী পরিষদ গত ২৫মে বর্ধিত সভার সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করলেও নির্ধারিত সময়ের মধ্যে জবার দিতে ব্যর্থ হওয়ায় ৪ জুনের পত্রের প্রেক্ষিতে ১০ জুন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার ছয় জন নেতাকে বহিস্কার ও শোকজ করার সিদ্ধান্ত হয়েছে, তারা হলো জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, কার্য নির্বাহী সদস্য আব্দুর রব খান, নির্বাহী সদস্য চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, সদস্য ও রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ মোতালেব মিয়া।

সদর উপজেলা আওয়ামীলীগৈর বহিস্কার করা নেতারা হলো সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম (সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), আ: কুদ্দুস মল্লিক (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), মজিবর রহমান খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), সোহরাব খান(সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), সিরাজুল ইসলাম আবুল (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), মো. ফারুক খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), আবদুর রশিদ গৌড়া(সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ), সৈয়দ মমসাদউজ্জামান(সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ), নজরুল ইসলাম মুন্সি (সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ), আলী ইসলাম তালুকদার(সাংস্কৃতিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ), মো.রেজাউল আলম বাচ্চু খান (সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ),মোহাম্মাদ আলী মুন্সী(সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ), মনি হোসেন হাওলাদার(সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ), দেলোয়ার খান(সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ), জাহাঙ্গীর জমাদ্দার(সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ), মহবুব হাওলাদার (সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ), মজিবর রহমান(সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগ),

বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে দল থেকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহন করা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কাজল কৃঞ্চ দে, বর্তমান উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here