মুজাহিদুল ইসলাম সোহেল, নোযাখালী প্রতিনিধি: নোয়াখালী পৌর ভবনে পরপর দুটি হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনাস্থলে বিষ্ফোরিত বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা গেলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পৌর সভার সচিব শ্যামল দত্ত জানান, রবিবার রাতে দুর্বৃত্তদের ছোঁড়া হাত বোমা বিষ্ফোরণের এ ঘটনা ঘটে । এ সময় পৌর ভবনে তিনজন নৈশ্য প্রহরি দায়িত্বরত ছিলেন। ঘটনার সময় তাদের একজন গার্ডরুমে অবস্থান করছিলেন। একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে গাড়ির কাছে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আসেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে মেয়র ঢাকায় যাওয়ার পথে বিষয়টি জানার পর পুলিশে দেন।

এ ব্যপারে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভির ফুটেজ দেখে ঘটনাস’লে পড়ে থাকা রক্ত রাতে সেখানে থাকা কুকুরের শরীর থেকে ঝরেছে বলে ধারণা করছে পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যপারে নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল, কারা কি উদ্দেশ্যে এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস।থা গ্রহণ করার আহ্বান জানান ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here