নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে হরিণ শাবক ভেসে আসলো লক্ষ্মীপুরের তেলির চরে
তেলির চর

জুনাইদ আল হাবিব: নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে লক্ষ্মীপুরের রামগতির চর গজারিয়ার তেলির চরে ভেসে আসা একটি মায়া হরিণের একটি শাবক উদ্ধার করা হয়েছে। চারপাশে মেঘনা নদী দ্বারা বেষ্টিত ‘দ্বীপচর’ চর গজারিয়া থেকে সোমবার দুপুরে হরিণের শাবকটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য চর থেকে রামগতি থানায় আনা হচ্ছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, চর আবদুল্লাহ ইউনিয়নের চর গজারিয়ার তেলির চরে মায়া হরিণের একটি শাবককে ছুটোছুটি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা শাবকটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে হরিণ শাবকটি ভেসে এই চরে এসেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here