মুনাজাতমুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর হাতিয়া উপজেলার চর হরিণী ইউনিয়নের আলী বাজারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইস্তেমা।

আগামীকাল শনিবার সকাল ১১টায় আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে ইস্তেমা শেষ হবে।

বৃহস্পতিবার সকালে ইস্তেমা মাঠে বার্ধক্যজনিত কারণে আবুল খায়ের (৭৫) নামে এক মুসল্লি মারা যান। তার বাড়ী জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে।

এ ইস্তেমায় ভারত এবং রাশিয়াসহ বৃহত্তর নোয়াখালী ও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন উদ্যেক্তারা।

বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মাধ্যমে ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এস্তেমা শান্তিপূর্র্ণ ভাবে শেষ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস’তি নেয়া হয়েছে।

ইতিমধ্যেই মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে ও মোতায়েন করা হয়েছে ৩৫০জন পুলিশ।

ইস্তেমা মাঠ পরিদর্শন করে নোয়াখালীর পুলিশ সুপার মো: ইলিয়াস শরীফ জানান, ইস্তেমাকে সফল ও নিবিঘ্ন করতে ইস্তেমা মাঠ ও এর আশেপাশে বিপূল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনির সদস্য মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here