মুজাহিদুল ইসলাম সোহেল।

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীর হরিনারায়নপুরের সোহাগ (১৬) হত্যা মামলায় ৫ জনের যাবজীবন সশ্রম কারাদন্ড দিয়েছে নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত।

7uuবুধবার দুপুর ১টার দিকে বিচারক এএনএম মো: মোরশেদ খান এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, হরিনারয়ণপুরের আবদুর রহমান, আবু তাহের, সোহাগ আহম্মদ, দ্বীন ইসলাম ও জামাল উদ্দিন এবং একই মামলায় তিনজন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। তারা হলেন সফিক মাস্টার, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম।

আদালত সুত্রে জানা যায়, সোহাগ পাশ্ববর্তী বাড়ির আকবরের কাছ থেকে ৯০ টাকা পাওনা ছিলো। পরে সোহাগ পাওনা টাকার জন্য আকবরকে মারধর করে গুরুত্বর আহত করে। আকবর চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি অবস্থায় আকবরের আত্মীয় স্বজনরা গত ২০০৩ সালের ৪ আগস্ট সকালে সোহাগকে পিটিয়ে ও ইলেকট্রিক সক দিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই আবদুল কাইয়ুম ৮জনকে আসামী করে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর শুনানির পর বুধবার দুপুরে হত্যা মামলার রায় প্রদান করেন।

বাদী পক্ষের আইনজীবী এপিপি ফজলুল কবির রুবেল। বিবাদী পক্ষের আইজীবী ছিলেন এড. মোলস্না হাবিবুর রসুল ও এড. আবদুল হক।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here